জরুরী বিজ্ঞপ্তি
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, গত ২৭/০৬/২০১৮ খ্রিঃ তারিখে প্রকাশিত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রজ্ঞাপন মোতাবেক আগামী ০১/০৭/২০১৮ খ্রিঃ তারিখ হইতে নিবন্ধনের জন্য গৃহীত প্রত্যেক দলিলে নিম্নরূপভাবে এন ফি ও এনএন ফি আদায় করা হইবেঃ-
১। এন ফিঃ ৩০০ শব্দ বিশিষ্ট প্রতি পৃষ্ঠা ও তার অংশের জন্য বাংলার ক্ষেত্রে ১৬ টাকা ও ইংরেজির ক্ষেত্রে ২৪ টাকা ।
২। এনএন ফিঃ ৩০০ শব্দ বিশিষ্ট প্রতি পৃষ্ঠা ও তার অংশের জন্য বাংলার ক্ষেত্রে ২৪ টাকা ও ইংরেজির ক্ষেত্রে ৩৬ টাকা ।
বিশেষ দ্রষ্টব্যঃ এনএন ফি নগদে আদায় করা হইবে । ইহা পে-অর্ডারের মাধ্যমে প্রদানযোগ্য নয় ।
এছাড়া আগামী ০১/০৭/২০১৮ খ্রিঃ তারিখ হইতে কোন ভুক্তি বা দলিলের নকল প্রস্তুতকরণ বা প্রদানের ক্ষেত্রে ফিসের পরিমাণ হইবে নিম্নরূপঃ প্রতি ৩০০ শব্দবিশিষ্ট ১ পৃষ্ঠা বা উহার অংশের জন্য জি ফিস বাংলার ক্ষেত্রে ১৬/- টাকা ও ইংরেজির ক্ষেত্রে ২৪/- টাকা এবং জিজি ফিস বাংলার ক্ষেত্রে ২৪/- টাকা ও ইংরেজির ক্ষেত্রে ৩৬/- টাকা প্রযোজ্য। এছাড়া নকলের ক্ষেত্রে ৫০/- টাকা স্ট্যাম্প শুল্ক প্রযোজ্য । প্রার্থীত নকলের জন্য অগ্রাধিকার চাহিলে অতিরিক্ত ৫০/- টাকা বা নকলটি প্রতি পৃষ্ঠায় ৩০০ শব্দবিশিষ্ট চার পৃষ্ঠার অধিক হইলে প্রতি পৃষ্ঠার জন্য ১৫/- টাকা হারে অতিরিক্ত ফি দিতে হইবে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস